শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি দায়ী

ইকবাল হাবিব

দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি দায়ী

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব বলেছেন, ভবন অনুমোদন, গ্যাস সংযোগ এবং ভবন থেকে ট্যাক্স আদায় করা এসব দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রচুর গাফিলতি রয়েছে। কারণ যে সংস্থা ভবন অনুমোদন দেয় সে সংস্থার নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ হয়েছে কি না তা তদারকি করা দায়িত্ব। একই সঙ্গে যে সংস্থা গ্যাস সংযোগ অনুমোদন দেবে তাদেরও তদারক করতে হবে। আর সর্বশেষ যারা এসব ভবন থেকে ট্যাক্স আদায় করে তাদেরও তদারক করা উচিত ছিল। কেউ তদারক করেনি। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর অবহেলার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। আর প্রাণহানিও বাড়ছে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইকবাল হাবিব বলেন, এই দেশের তাপমাত্রা এখনো সহনশীল। এখন আমাদের হাতে একটু অর্থ হলেই বিলাসিতার জন্য এসি কিনে ফেলি। আর তা ব্যবহারের জন্য আমরা ঘরগুলো আবদ্ধ করে ফেলি। একই সঙ্গে রান্না ঘরেও ভেন্টিলিটের রাখি না। যার কারণে ঘরে বা রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকে। তিনি বলেন, এখন দায়িত্বপ্রাপ্ত সংস্থা, কাউন্সিলর এবং নিজ উদ্যোগে তদারকি টিম গঠন করতে হবে। আমাদের এই উদ্যোগ নারায়ণগঞ্জের ঘটনা বা মগবাজারের ঘটনার পরই নেওয়া উচিত ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা উদ্যোগ নিই নাই। যদি এ উদ্যোগ নেওয়া যেত তাহলে আমাদের এত প্রাণহানি হতো না। এই নগরবিশেষজ্ঞ আরও বলেন, কয়েক বছর আগেও গার্মেন্টে বিস্ফোরণের মতো এসব ঘটনা ঘটত। পরবর্তী সময়ে ক্রেতাদের চাপে পরিবর্তন হতে থাকে। গত সাড়ে তিন বছরে গার্মেন্ট সেক্টর পুরাই পরিবর্তন হয়ে গেল। যদি গার্মেন্ট সেক্টর পরিবর্তন করতে পারে তাহলে এখন কেন হবে না!

 

সর্বশেষ খবর