শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ময়মনসিংহে আজ শেখ হাসিনার জনসভা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আজ শেখ হাসিনার জনসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন। তাঁর আগমন উপলক্ষে ‘নৌকার ঘাঁটি’ হিসেবে পরিচিত ময়মনসিংহজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এ জনসভা থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলীয়   প্রধান। সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগবাসীকে দেবেন উন্নয়নের বার্তাও। ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন ১০৩টি উন্নয়ন প্রকল্পের। ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্প ৩০টি। এর মধ্যে তিনটি ব্রিজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি হল, আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট ৫ তলা ছাত্র হোস্টেল ভবন, সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ উল্লেখযোগ্য। ৩০ প্রকল্পের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন ১৩টি, গণপূর্ত অধিদফতর পাঁচটি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিনটি করে, শিক্ষা প্রকৌশল অধিদফতর দুটি এবং জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করবে। এ ছাড়া এ দিন ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। এর মধ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, পাঁচটি ব্রিজ, সদর উপজেলার সিরতা গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স, ছয়তলা ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন, সড়ক বাতি স্থাপন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, গোবরাকড়া কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম উল্লেখযোগ্য। ৭৩টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ৩১, শিক্ষা প্রকৌশল অধিদফতর ২১, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও ময়মনসিংহ সিটি করপোরেশন চারটি করে, গণপূর্ত অধিদফতর তিনটি, জেলা পরিষদ ও ময়মনসিংহ সদর উপজেলা দুটি করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি একটি করে প্রকল্প বাস্তবায়ন করেছে। এদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমনকে ঘিরে নগরী সেজেছে নব রূপে। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে সব প্রস্তুতি শেষ করেছে দলটি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ময়মনসিংহ নগরী। টহল এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

সর্বশেষ খবর