সিরিজ জয়ের মিশনে নামছে টাইগাররা। মিরপুর স্টেডিয়াম আজ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে জয় নিয়ে ঢাকায় ফিরে এবার সিরিজ জয় করতে চায় টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে জয় পেয়েছে। অপরটিতে হেরেছে। দুই দলের তৃতীয় লড়াইয়ে কে জিতবে? সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দলের তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে (ইংল্যান্ড) চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর। ওয়ানডে খেলা শেষ। টি-২০’র দিকে আমাদের ফোকাস।
মোমেন্টামটা অবশ্যই আমাদের দিকে। চেষ্টা থাকবে এটা ধরে রাখার।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছে। তবে শেষ ওয়ানডে জিতে নিজেদের সামর্থ্যরে প্রমাণও দিয়েছে টাইগাররা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় তারা। প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে দারুণ খেলেছে বাংলাদেশ। বোলিংয়ে হাসান মাহমুদ, সাকিব আল হাসান দারুণ খেলেছেন। তাসকিন, নাসুম আর মুস্তাফিজরাও উইকেট শিকার করেছেন। বোলারদের পর ব্যাটাররাও নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন চট্টগ্রামে। নাজমুল হোসেন শান্ত, সাকিব, রনি তালুকদাররা সহজেই টপকে গেছেন ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া লক্ষ্য। আজও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে টি-২০’র বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেছে। এবার ইংল্যান্ডের পালা। দুবারের টি-২০ বিশ্বকাপজয়ী ইংলিশদের হারিয়ে সিরিজ জয় করতে পারবেন কি টাইগাররা!