নিউইয়র্ক সিটির ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে চলমান একটি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন-সম্পর্কের ঘটনা গোপন রাখতে নগদ অর্থ ঘুষ প্রদানের ঘটনায় অভিযোগ গঠিত হতে যাচ্ছে। এটি জেনেই সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ গঠন এবং তাঁকে গ্রেফতার করা হলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু হবে। তিনি তাঁর অনুসারীদের সজাগ থাকার আহ্বান জানান। এরপর ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডেমোক্র্যাট) অ্যালভিন ব্র্যাগকে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, হুমকির পরিপূরক ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে প্যাকেট ভর্তি পাউডার পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে এহেন অনৈতিক এবং গুরুতর অপরাধের অভিযোগ গঠিত হলে খুব দ্রুত তাঁকে সাজা দেওয়া হবে। দণ্ডিত হলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ জন্যই ট্রাম্পের মতিভ্রম ঘটেছে এবং চলমান মামলাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা থেকে ডেমোক্র্যাটরা করছেন বলে সভা-সমাবেশে মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গ্র্যান্ড জুরির সদস্যরা সিদ্ধান্ত ছাড়াই আদালত মুলতবি ঘোষণা করেছেন বুধবার পর্যন্ত। এদিকে, পুলিশ প্রশাসন সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত বলে জানানো হয়েছে। এদিকে, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে হুমকি প্রদানের প্রতিবাদে ২৭ মার্চ অপরাহ্ণে নিউইয়র্ক সিটির হারলেমে এক সমাবেশ হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য রেখেছেন। কংগ্রেসম্যান আদ্রিয়ানো ইসপেইলেট বলেন, আজ আমরা এখানে এটা বলতে চাই যে, বিচার চলতে দিতে হবে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নই। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। এ র্যালিতে অপর বক্তারাও ট্রাম্পের গোঁয়ার্তুমি আচরণের নিন্দা এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জনজীবনের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলার হুমকি দেওয়ার অপরাধেই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার জুলি মেনিন এ সময় বলেন, ট্রাম্প যা করছেন তা প্রকৃত অর্থেই ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তাঁর পরিবারের প্রতি হুমকি। এজন্যই আমরা এখানে এসেছি এটি বলতে যে, এমন হুমকি সহ্য করার নয়। তাই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখতে হবে এবং ন্যায়-বিচারের স্বার্থেই তা জরুরি।
শিরোনাম
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল