নিউইয়র্ক সিটির ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে চলমান একটি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন-সম্পর্কের ঘটনা গোপন রাখতে নগদ অর্থ ঘুষ প্রদানের ঘটনায় অভিযোগ গঠিত হতে যাচ্ছে। এটি জেনেই সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ গঠন এবং তাঁকে গ্রেফতার করা হলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু হবে। তিনি তাঁর অনুসারীদের সজাগ থাকার আহ্বান জানান। এরপর ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডেমোক্র্যাট) অ্যালভিন ব্র্যাগকে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, হুমকির পরিপূরক ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে প্যাকেট ভর্তি পাউডার পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে এহেন অনৈতিক এবং গুরুতর অপরাধের অভিযোগ গঠিত হলে খুব দ্রুত তাঁকে সাজা দেওয়া হবে। দণ্ডিত হলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ জন্যই ট্রাম্পের মতিভ্রম ঘটেছে এবং চলমান মামলাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা থেকে ডেমোক্র্যাটরা করছেন বলে সভা-সমাবেশে মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গ্র্যান্ড জুরির সদস্যরা সিদ্ধান্ত ছাড়াই আদালত মুলতবি ঘোষণা করেছেন বুধবার পর্যন্ত। এদিকে, পুলিশ প্রশাসন সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত বলে জানানো হয়েছে। এদিকে, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে হুমকি প্রদানের প্রতিবাদে ২৭ মার্চ অপরাহ্ণে নিউইয়র্ক সিটির হারলেমে এক সমাবেশ হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য রেখেছেন। কংগ্রেসম্যান আদ্রিয়ানো ইসপেইলেট বলেন, আজ আমরা এখানে এটা বলতে চাই যে, বিচার চলতে দিতে হবে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নই। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। এ র্যালিতে অপর বক্তারাও ট্রাম্পের গোঁয়ার্তুমি আচরণের নিন্দা এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জনজীবনের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলার হুমকি দেওয়ার অপরাধেই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার জুলি মেনিন এ সময় বলেন, ট্রাম্প যা করছেন তা প্রকৃত অর্থেই ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তাঁর পরিবারের প্রতি হুমকি। এজন্যই আমরা এখানে এসেছি এটি বলতে যে, এমন হুমকি সহ্য করার নয়। তাই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখতে হবে এবং ন্যায়-বিচারের স্বার্থেই তা জরুরি।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
নিউইয়র্কে ট্রাম্পবিরোধী সমাবেশ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর