নিউইয়র্ক সিটির ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে চলমান একটি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন-সম্পর্কের ঘটনা গোপন রাখতে নগদ অর্থ ঘুষ প্রদানের ঘটনায় অভিযোগ গঠিত হতে যাচ্ছে। এটি জেনেই সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ গঠন এবং তাঁকে গ্রেফতার করা হলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু হবে। তিনি তাঁর অনুসারীদের সজাগ থাকার আহ্বান জানান। এরপর ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডেমোক্র্যাট) অ্যালভিন ব্র্যাগকে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, হুমকির পরিপূরক ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে প্যাকেট ভর্তি পাউডার পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে এহেন অনৈতিক এবং গুরুতর অপরাধের অভিযোগ গঠিত হলে খুব দ্রুত তাঁকে সাজা দেওয়া হবে। দণ্ডিত হলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ জন্যই ট্রাম্পের মতিভ্রম ঘটেছে এবং চলমান মামলাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা থেকে ডেমোক্র্যাটরা করছেন বলে সভা-সমাবেশে মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গ্র্যান্ড জুরির সদস্যরা সিদ্ধান্ত ছাড়াই আদালত মুলতবি ঘোষণা করেছেন বুধবার পর্যন্ত। এদিকে, পুলিশ প্রশাসন সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত বলে জানানো হয়েছে। এদিকে, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে হুমকি প্রদানের প্রতিবাদে ২৭ মার্চ অপরাহ্ণে নিউইয়র্ক সিটির হারলেমে এক সমাবেশ হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য রেখেছেন। কংগ্রেসম্যান আদ্রিয়ানো ইসপেইলেট বলেন, আজ আমরা এখানে এটা বলতে চাই যে, বিচার চলতে দিতে হবে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নই। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। এ র্যালিতে অপর বক্তারাও ট্রাম্পের গোঁয়ার্তুমি আচরণের নিন্দা এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জনজীবনের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলার হুমকি দেওয়ার অপরাধেই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার জুলি মেনিন এ সময় বলেন, ট্রাম্প যা করছেন তা প্রকৃত অর্থেই ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তাঁর পরিবারের প্রতি হুমকি। এজন্যই আমরা এখানে এসেছি এটি বলতে যে, এমন হুমকি সহ্য করার নয়। তাই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখতে হবে এবং ন্যায়-বিচারের স্বার্থেই তা জরুরি।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
নিউইয়র্কে ট্রাম্পবিরোধী সমাবেশ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর