নিউইয়র্ক সিটির ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে চলমান একটি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন-সম্পর্কের ঘটনা গোপন রাখতে নগদ অর্থ ঘুষ প্রদানের ঘটনায় অভিযোগ গঠিত হতে যাচ্ছে। এটি জেনেই সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ গঠন এবং তাঁকে গ্রেফতার করা হলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু হবে। তিনি তাঁর অনুসারীদের সজাগ থাকার আহ্বান জানান। এরপর ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডেমোক্র্যাট) অ্যালভিন ব্র্যাগকে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, হুমকির পরিপূরক ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে প্যাকেট ভর্তি পাউডার পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে এহেন অনৈতিক এবং গুরুতর অপরাধের অভিযোগ গঠিত হলে খুব দ্রুত তাঁকে সাজা দেওয়া হবে। দণ্ডিত হলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ জন্যই ট্রাম্পের মতিভ্রম ঘটেছে এবং চলমান মামলাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা থেকে ডেমোক্র্যাটরা করছেন বলে সভা-সমাবেশে মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গ্র্যান্ড জুরির সদস্যরা সিদ্ধান্ত ছাড়াই আদালত মুলতবি ঘোষণা করেছেন বুধবার পর্যন্ত। এদিকে, পুলিশ প্রশাসন সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত বলে জানানো হয়েছে। এদিকে, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে হুমকি প্রদানের প্রতিবাদে ২৭ মার্চ অপরাহ্ণে নিউইয়র্ক সিটির হারলেমে এক সমাবেশ হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য রেখেছেন। কংগ্রেসম্যান আদ্রিয়ানো ইসপেইলেট বলেন, আজ আমরা এখানে এটা বলতে চাই যে, বিচার চলতে দিতে হবে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নই। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। এ র্যালিতে অপর বক্তারাও ট্রাম্পের গোঁয়ার্তুমি আচরণের নিন্দা এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জনজীবনের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলার হুমকি দেওয়ার অপরাধেই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার জুলি মেনিন এ সময় বলেন, ট্রাম্প যা করছেন তা প্রকৃত অর্থেই ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তাঁর পরিবারের প্রতি হুমকি। এজন্যই আমরা এখানে এসেছি এটি বলতে যে, এমন হুমকি সহ্য করার নয়। তাই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখতে হবে এবং ন্যায়-বিচারের স্বার্থেই তা জরুরি।
শিরোনাম
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ