বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
মন্ত্রিসভায় অনুমোদন আরপিও সংশোধন

নির্বাচন নিয়ে আইনে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন করে এ আইনে ১৪টি ধারা সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে কারাদণ্ডের ধারাও। প্রস্তাবিত আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে কার্ডধারী কোনো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষককে পেশাগত কাজে বাধা দিলে দুই থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনী ব্যবস্থায় কোনো নির্বাচনী এলাকার জন্য অথবা দুই বা ততোধিক নির্বাচনী এলাকার জন্য একজন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়ে থাকে। এটি সংশোধন করে প্রতি আসনে একজন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল বিকাল পৌনে ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। সচিব জানান, ‘নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৩’-এর খসড়ায় বেশ কিছু সংশোধন প্রস্তাব আনা হয়েছে। বিদ্যমান নিয়মে ভোটের সাত দিন আগে প্রার্থীদের টিআইএন ও ইউটিলিটি বিল জমা দিতে হতো। সংশোধিত খসড়ায় মনোনয়নপত্র জমাদানের আগের দিনও এসব জমা দেওয়া যাবে। একই সঙ্গে প্রার্থী কত টাকা আয়কর জমা দিয়েছেন সেই রসিদও জমা দিতে হবে। গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে কারাদণ্ডের ধারা সংযুক্ত করা হয়েছে এ খসড়া আইনে। আইন অনুযায়ী, নির্বাচনে কোনো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষককে পেশাগত কাজে বাধা দিলে দুই থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সর্বশেষ খবর