শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রাম-৮ উপনির্বাচন

ভোট পড়েছে ১৫ শতাংশের কম, জয়ী নৌকার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোট পড়েছে ১৫ শতাংশের কম, জয়ী নৌকার প্রার্থী

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। ১৯০ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। গতকাল রাত সাড়ে ৮টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। গত ৫ ফেব্রুয়ারি সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে অন্যদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এস এম ফরিদ উদ্দীন (চেয়ার) পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা (আম) ৬৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা) ৪৮০ ভোট পেয়েছেন। এই আসনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৫ হাজার ৩০৫ জন। ভোটের হার ১৪.৫৪%। জয়ের পর এক প্রতিক্রিয়ায় নোমান আল মাহমুদ বলেন, ‘ভোটাররা নৌকাকে বেছে নিয়েছেন। ভোটারদের সব দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। তাঁর নির্দেশনামতো নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।’ এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি বুথে ভোটগ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও যারা কেন্দ্রে এসেছেন তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। যদিও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও এনপিপির প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরুন্নেছা কিন্ডারগার্টেন কেন্দ্রসহ হাতেগোনা কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেলেও বেশিরভাগ কেন্দ্রই ছিল ভোটারশূন্য। দুপুরের দিকে শিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহিমপুর নুর উচ্চবিদ্যালয়, পোপাদিয়া রফিক স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটাররা দুই একজন করে থেমে থেমে কেন্দ্রে আসছেন। তবে সকালের দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। এমনকি উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭০ বছর বয়সী মরিয়ম খাতুন নামের এক নারীকেও ভোট দিতে দেখা গেছে। সকালে নগরীর বহদ্দারহাটের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় তার সঙ্গে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

দুপুরে চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ও অনিয়মের খবর জানা যায়নি। যদিও দুপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুস সামাদের (মোমবাতি) প্রধান নির্বাচনী এজেন্ট এম সোলায়মান ফরিদ ভোটকেন্দ্রে অনিয়মের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। পরে নগরীর মোমিন রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন প্রার্থী আবদুস সামাদ। তার অভিযোগ, ‘অন্তত ৫০টি কেন্দ্রে মোমবাতির এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীরা। এ ছাড়া কিছু কেন্দ্রের ভিতরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অস্ত্র প্রদর্শনসহ, জোরপূর্বক নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করেছেন।

সর্বশেষ খবর