শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতি কাঁপন তৈরি করেছে

নিজস্ব প্রতিবেদক

ভিসানীতি কাঁপন তৈরি করেছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে। দেশ এখন বদলাচ্ছে।

পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে, তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব নুরুল আমিন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, গ্রিন টাচ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ বক্তৃতা করেন। উদ্বোধনী অধিবেশনে ফল উৎসব হয়। সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতা ও বিএফইউজে নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা দেওয়া হয়। প্রেস ক্লাব প্রাঙ্গণে বের করা হয় র‌্যালি। সাংবাদিক নির্যাতনের ছবি-সংবলিত চিত্র প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে সাহসী সম্পাদক ও নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা দেওয়া  হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরি এস ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর