সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একতরফা নির্বাচন পর্যবেক্ষণ করা অর্থহীন। এটা নির্বাচনই নয়। শতভাগ ভোট পড়লেও এটা নির্বাচন নয়। নিয়ন্ত্রিত একতরফা নির্বাচন পর্যবেক্ষণ করাই অর্থহীন। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে সুজন সম্পাদক বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো এটা ভোট না। এটা ভোট ভোট খেলা। মানে নির্বাচন নির্বাচন খেলা। নির্বাচন হলো একক চয়েস। বিভিন্ন দল থেকে একটা চয়েস খুঁজে নেওয়া। এখানে বিকল্প না থাকলে তো বেছে নেওয়ার সুযোগ নাই। নির্বাচনে যথার্থ বিকল্প থাকতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনাকে যদি ট্যাপের পানি আর মিনারেল ওয়াটারের সুযোগ দেওয়া হয় আপনি তো ট্যাপের পানি স্পর্শও করবেন না। আপনাকে যদি মিনারেল ওয়াটার আর সিদ্ধ পানি দেওয়া হয় তাহলে আপনার বাছাই করার সুযোগ থাকে। আর সেটাই হলো নির্বাচন। যেখানে যথার্থ বিকল্প নাই সেটা কোনো নির্বাচনই না। সুজন সম্পাদক বলেন, রাজনীতিতে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি দুটি প্রধান ব্র্যান্ড। দুটো দল নির্বাচনে থাকলে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। এ দুটি দল না থাকলে সেটা নির্বাচন নয়। এ নির্বাচনে কী ফলাফল ঘটবে তা নির্ধারিত, এখন শুধু ঘোষণার বাকি। বিএনপি যেহেতু মাঠে নাই আওয়ামী লীগ ইচ্ছা করলে শতভাগ আসনে জিততে পারে। এতে শতভাগ ভোট পড়লেও তা নির্বাচন নয় বলেন বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, আইনগত ভাবে, বৈধভাবে নির্বাচন হতে হলে ভোটার থাকতে হবে। ভোটারদের বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। যথার্থ বিকল্প থাকতে হবে। প্রভাবিত না হয়ে বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। এ চারটি শর্ত পূরণ না হলে এ তো নির্বাচন নয়। তাই এটা নির্বাচন নির্বাচন খেলা, একতরফা নিয়ন্ত্রিত নির্বাচন।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ভোট কীভাবে পর্যবেক্ষণ
একতরফা নির্বাচন পর্যবেক্ষণ অর্থহীন
--- বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর