ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল দুপুর ১২টায় তিনি ঢাকায় ফিরেছেন। ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। সূত্র জানায়, বড়দিন উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের ১০ দিন ছুটি কাটানোর তথ্য কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল দূতাবাস। বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লি যান পিটার হাস। ছয় দিন পর দুপুরে তিনি ঢাকায় ফেরেন। দিল্লিতে যাওয়ার এক দিন আগে ২১ ডি?সেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। ওই বৈঠক প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্র সচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন তারা। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন, এসব ইস্যুও আছে। আরও কত ইস্যু আছে। মুখপাত্র বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপক্ষীয় ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়েও আলোচনা হয়। এর আগে, ১৬ নভেম্বর ছুটি কাটাতে হাস কলম্বো সফরে গিয়েছিলেন। ওই সময় ১১ দিন ছুটি কাটিয়ে ২৭ নভেম্বর কাজে যোগ দেন তিনি। সেই সফর নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন পিটার হাস
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর