ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল দুপুর ১২টায় তিনি ঢাকায় ফিরেছেন। ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। সূত্র জানায়, বড়দিন উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের ১০ দিন ছুটি কাটানোর তথ্য কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল দূতাবাস। বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লি যান পিটার হাস। ছয় দিন পর দুপুরে তিনি ঢাকায় ফেরেন। দিল্লিতে যাওয়ার এক দিন আগে ২১ ডি?সেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। ওই বৈঠক প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্র সচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন তারা। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন, এসব ইস্যুও আছে। আরও কত ইস্যু আছে। মুখপাত্র বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপক্ষীয় ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়েও আলোচনা হয়। এর আগে, ১৬ নভেম্বর ছুটি কাটাতে হাস কলম্বো সফরে গিয়েছিলেন। ওই সময় ১১ দিন ছুটি কাটিয়ে ২৭ নভেম্বর কাজে যোগ দেন তিনি। সেই সফর নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়।
শিরোনাম
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি