ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘রাজনীতি প্রত্যেকটা মানুষের জীবনের অংশ হয়ে থাকবে, তবে স্কুলে যেন অতিরিক্ত রাজনীতি না হয়। অতিরিক্ত রাজনীতি শিক্ষাব্যবস্থা নষ্ট করে দেয়।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর শহওে অবস্থিত আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় রি-ইউনিয়ন ২০২৪ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাজির হয়ে এ কথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবশন, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় ঢাবি ভিসি আরও বলেন, বিতর্ক, কবিতা আবৃত্তি, দেয়ালিকা লিখন, খেলাধুলাসহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই একটি অঞ্চল ও দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিকশিত হওয়ার সুযোগ থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রামেন্দু মজুমদার, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।