রাজধানীর আদাবরে একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট হওয়ার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আদাবরে অভিযান চালিয়ে দাউদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা। গতকাল র্যাব জানায়, গত ২৮ অক্টোবর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলার অফিসে ঢুকে অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে ১৭ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় দাউদ খানের নাম উল্লেখ করে মামলা করেন। দাউদ খানকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।