ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থি। ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ব্রিটিশ ও পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি। ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, আলহাজ মুহাম্মদ হায়দার আলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, মুহাম্মাদ মাহবুব আলম প্রমুখ। সম্মেলনে মুহাম্মদ হারুন অর রশিদকে সভাপতি ও হাজি মো. ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।