বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন দমাতে অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পুলিশের শটগান দিয়ে গুলি চালিয়ে যেভাবে মানুষকে হত্যা করেছে এ দেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, সদস্যসচিব মহিউদ্দিন আহমেদসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এ দেশে আনা যাবে না। কিন্তু আবারও শেখ হাসিনা তাঁর বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভিতর নানা উসকানি দিচ্ছেন, নানা ষড়যন্ত্র করছেন। তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, কোথায় আপনার যুবলীগ, ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না। তারা চায় আপনাদের সব অপকর্মের বিচার।