পতিত স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দেশের ক্ষমতার কেন্দ্রস্থল ছিল তাঁর সরকারি বাসভবন ‘গণভবন’। ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনের চূড়ান্তক্ষণে গত বছরের এ দিন অর্থাৎ ৫ আগস্ট ছাত্র-জনতার গণরোষে পড়েছিল ভবনটি। এ দিন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকার রাস্তায় থাকা ছাত্র-জনতার ঢেউ ছুটে যায় গণভবনের দিকে। নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে ও দেয়াল ডিঙিয়ে সেখানে ঢুকে পড়ে লাখ লাখ মানুষ। স্বৈরাচার হাসিনার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা সেখানে ঢুকে ভাঙচুর, আসবাব লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। পরে অবশ্য অনেকেই সংশ্লিষ্টদের আহ্বানে সাড়া দিয়ে লুট করে নিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দিয়েছেন। স্বৈরাচার হটাও গণ আন্দোলনের অংশ হিসেবে এর আগের দিন অর্থাৎ ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয়। এর পরই অনেকে ফেসবুক স্ট্যাটাসে গণভবন দখলে নিয়ে সেখান থেকে কে ‘কী কী’ নিয়ে যাবেন তা নিয়ে লেখালেখি করেন। দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসনের প্রতিশোধ নিতেই সাধারণ মানুষ এ ধরনের পোস্ট লিখতে বাধ্য হন। পরদিন অর্থাৎ ৫ আগস্ট দুপুরের পর অর্থাৎ শেখ হাসিনার গণভবন থেকে পালিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার খবর বের হওয়ার পরপরই সেখানে ঢুকতে শুরু করে সাধারণ মানুষ। সেখানে ভাঙচুরের পাশাপাশি কেউ নিয়ে যান শেখ হাসিনার ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন গয়না, শাড়ি, সাজগোজের সামগ্রী। আবার কেউ কেউ নিয়ে যান নগদ অর্থ, আসবাবপত্র, ফ্রিজ, প্রাণী এবং বাগানের সবজি। গণভবনের পুকুরের মাছ, হাঁসও নিয়ে যান কেউ কেউ। কারও কাছে এসব ছিল দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আর কারও কাছে তা ছিল সংগৃহীত ‘ইতিহাসের স্মারক’। গণভবন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হলেও কেবল শেখ হাসিনাই এটি নিজ বাসভবন হিসেবে ব্যবহারের অনুমতি নেন। আর কোনো সরকারপ্রধান এর আগে গণভবন নিজের বাসভবন হিসেবে ব্যবহার করেননি।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:১৯, মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
গণভবনে বহিঃপ্রকাশ পুঞ্জীভূত ক্ষোভের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর