বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’ নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনোত্তর দেশ ও জাতি পুনর্গঠনের ক্ষেত্রে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।’ আগামীতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের পর দেশ ও জাতির পুনর্গঠনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ছাড়া রাষ্ট্র গঠন ও সংস্কারের ক্ষেত্রে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে আরও গঠনমূলক কিছু যুক্ত করার প্রয়োজন বোধ করলে সে বিষয়েও মতামত জানানোর আহ্বান জানান তারেক রহমান। ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চাঁদপুরের খুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের খুদে ফুটবলার সোহান। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। সকালে মক্তবে যাওয়ার আগে ও স্কুল শেষে ফুটবলের পেছনে দৌড়ায়। এলাকার সবার কাছে সে ‘জুনিয়র মেসি’ হিসেবে পরিচিত। মাত্র পৌনে ছয় বছর বয়সে মেসি, নেইমারের মতো বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণের প্রতিভা দিয়ে সবাইকে অবাক করেছে শিশুটি। এলাকাবাসী দরিদ্র পরিবারের ছেলে সোহানের এমন অসাধারণ প্রতিভা দেখে রীতিমতো অবাক। বিষয়টি তারা আগ্রহভরে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই এত অল্প বয়সে সোহানের ফুটবল খেলার কৌশল দেখে মুগ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিলেন তার পরিবারের দায়িত্বভার। চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামে জরাজীর্ণ ছোট্ট একটি টিনশেড ঘর সোহানদের। দুই ভাই-বোনের মধ্যে সোহান ছোট। বাবার কাছেই ফুটবল খেলার হাতেখড়ি। তার বাবা একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই তিনি চান ছেলেকে দেশসেরা ফুটবলার বানাতে। স্বপ্ন পূরণ করতে প্রতিদিন ভোরে সোহানকে ফুটবল খেলার কৌশল শেখান।
সাবেক জাতীয় ফুটবলার, ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় যান সোহানের বাড়ি। কথা বলেন তার বাবা-মায়ের সঙ্গে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় খুদে ফুটবলার সোহানের প্রতিভা দেখে সোহান ও তার পরিবারের দায়িত্বভার গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সেজন্যই তাঁরা এখানে এসেছেন। তিনি সোহানকে একটি নতুন ফুটবল, বুট জুতা ও জার্সি নিজ হাতে পরিয়ে দেন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাবার হাতে কিছু নগদ অর্থ প্রদান করেন। একই সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে সোহান ও তার পরিবারের খরচ বহনের জন্য নগদ অর্থসহায়তা প্রদানের ঘোষণা দেন। এ সময় সঙ্গে ছিলেন মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. মাহবুব আহমেদ সরকার শামীম, উত্তরের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ ঢাকা ও চাঁদপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।
একই দিন বিকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মণি সোহানের বাড়ি এসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জরাজীর্ণ ঘরটি মেরামত করে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সোহানের জন্য সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘সোহান ভবিষ্যতে দেশের একজন সেরা খেলোয়াড় হবে।’