বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান ও বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।
গতকাল সেনা সদর দপ্তরে পৃথকভাবে এসব সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মালয়েশিয়ার হাইকমিশনার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া হাইকমিশনার কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিকি অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সমে¥লনের বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন।
মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীপ্রধানের সাক্ষাৎ : মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ উপস্থিত ছিলেন। এরআগে তিনি সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি নৌবাহিনী সদর দপ্তরে যান।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। প্রদান করা হয় গার্ড অব অনার। সাক্ষাৎকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সামরিক প্রশিক্ষণসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।
এ ছাড়া মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল আজ সোমবার ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে।