সবাই যখন নির্বাচন মুডে আসবে তখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে যাবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ হচ্ছে বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক বেশি সচেতন।
গতকাল রাজধানীর বেইলি রোডে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন গাড়ি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন ২০টি গাড়ির চাবি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা অনেক দিন ধরে। ২০০ গাড়ি কেনা হয়েছে। এর পরও আরও গাড়িস্বল্পতা থাকবে। তাছাড়া ব্যবস্থাপনার সমস্যাও আছে। ঢাকার ৫০ থানার মধ্যে ২৫ থানা এখনো ভাড়া ভবনে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিএমপি কমিশনার স্বল্প জনবল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। থানার ওসি বদলের পরে মোহাম্মদপুর এলাকার অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য ঝটিকা মিছিলসহ অন্যান্য আয়োজন করছে। এসব কেন ঠেকানো যাচ্ছে না? উপদেষ্টা বলেন, সবাই যখন নির্বাচন মুডে আসবে তখন এ ধরনের অপরাধ কমে যাবে। রাজনৈতিক কার্যক্রম বাড়বে। বিভিন্ন রাজনৈতিক দল তখন রাজনৈতিক অনুষ্ঠান করবে। নির্বাচনের জন্য তো কয়েকটা প্রতিষ্ঠানের বেশি কাজ। এর মধ্যে অন্যতম হলো নির্বাচন কমিশন। এরপর প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। সবাই যদি সহযোগিতা করে তাহলে নির্বাচন খুব ভালোভাবে হবে।