উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এ বিষয়গুলো নাহিদকেই পরিষ্কার করতে হবে। আমি একদম কোনো “এক্সিট” খুঁজছি না। আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে, ওইসব প্রতিহত করে দেশে থেকেছি। বাকি জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব ইনশাল্লাহ।’ গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছেন।’ সময় হলে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন বলেও জানান তিনি। ওই বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজওয়ানা হাসান বলেন, ‘এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি উনার কোনো ব্যাপারে গ্রিভেন্স (ক্ষোভ) আছে-এই বিষয়গুলো উনাকেই পরিষ্কার করতে হবে। নাহিদ ইসলাম কেন কোনো কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব? আমি যেটুকু দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপির সঙ্গেও সরকারের ভালো ওয়ার্কিং রিলেশন (কাজের সম্পর্ক) আছে।’
বিষয়টি নিয়ে নাহিদ ইসলামের সঙ্গে সরকারের কথা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছেন। এটা গণতন্ত্রের চর্চা। প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, চিন্তা করি, তাহলে আমাদের মন্ত্রণালয়গুলো কখন চালাব? যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে, তখন অবশ্যই সরকার সে বিষয়ে কথা বলবে।’