একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। এবার রাজধানীর মিরপুরের কালশীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। গতকাল রাত সোয়া ১০টার দিকে কালশীর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ৬ তলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। সেখানে একটি পোশাক কারখানা রয়েছে। নিচতলা থেকে তিন তলা পর্যন্ত কমিউনিটি সেন্টার। চতুর্থ ও পঞ্চম তলা বর্তমানে খালি অবস্থায় রয়েছে বলে জানতে পেরেছি। রাত সোয়া ১০টার দিকে আগুনের খবর পেয়ে ৪টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। আগুন নেভাতে টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বহুতল ভবন হওয়ায় ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ৭টি ইউনিটের বেশি কাজ করতে হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালশীর চন্দ্রবিন্দু মোড়ের কাছে ভবনটি অবস্থিত। রাত ১০টার পর ভবনের ৬ তলায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। অন্য ঘটনার মতো এখানেও শত শত উৎসুক জনতা ভিড় করে। রাত ১২টার পর ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পাঠানো ভিডিওতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর টিটিএলসহ অন্যান্য ইউনিট নির্বাপণ কাজ চালিয়ে যাচ্ছে। আগুন ৬ তলা ছাড়া অন্য তলাগুলোতে ছড়ায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।