ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানিয়েছে, সংলাপের প্রাথমিক তারিখ ১৩ নভেম্বর। তবে নতুন দলের নিবন্ধন কার্যক্রম শেষ হওয়া ও নির্বাচনি আচরণবিধিমালার গেজেট প্রকাশের ওপর সংলাপের চূড়ান্ত তারিখ নির্ভর করছে। সংলাপে সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনি আচরণবিধি ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে করণীয় নিয়ে আলোচনা হবে দলগুলোর সঙ্গে।
এদিকে এ সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের কাউকে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন। এক দিনে দুটি সেশনে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিকে ডাকার কথা আছে। ১৩ নভেম্বর সংলাপ শুরু হলে সর্বশেষ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর ব্যাপক প্রচার-প্রচারণার কাজে নামার কথা রয়েছে সাংবিধানিক এ সংস্থাটির। ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র, নতুন দল নিবন্ধন (চূড়ান্ত ধাপে), পর্যবেক্ষক সংস্থা (চূড়ান্ত ধাপে), আইন সংস্কার, পোস্টাল ভোটিং পদ্ধতি ও প্রশিক্ষণসহ প্রধান কাজগুলো শেষ হয়েছে। সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, দলগুলোর নিবন্ধন দেওয়ার কাজ প্রায় শেষ হয়েছে। সবশেষ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি হয়েছে। এখন দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রস্তুত রয়েছে। শিগগির তা জারি হবে। আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে।
অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি জেলহাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সচিব বলেন, আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর অ্যাপ উদ্বোধন হবে। ১৬ নভেম্বর রবিবার বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। ১৮ নভেম্বর ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে বলে জানান তিনি।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি ঠিক করা হবে। ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অপেক্ষায় ইসি।