১৫ মে, ২০২০ ১৩:৪২

গ্রীষ্মের তাপেও পরাভূত হবে না এই জাত শত্রু

ডা. শুভাগত চৌধুরী

গ্রীষ্মের তাপেও পরাভূত হবে না এই জাত শত্রু

ডা. শুভাগত চৌধুরী

সম্প্রতি গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন কি কি উপাদান ব্যহত করতে পারে করোনাভাইরাসের বিস্তার। অনেকগুলো ভৌগলিক স্থানে ভূতাত্ত্বিক উপাদান আর জনস্বাস্থ্য ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করেছেন। অক্ষাংশ, তাপমান, আদ্রতা এসব দিক তারা দেখেছেন।

সম্প্রতি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে ক্যানাডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন জার্নালে। জনস্বাস্থ্য বিধি এর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখলেও তাপমাত্রা এর উপর কোনোও প্রভাব ফেলে না বলে গবেষণাতে বলা হয়েছে।

ইনফ্লুয়েঞ্জা শীতে উপদ্রব আনে, ঋতুর সাথে এর যোগাযোগ আছে। কিন্ত বিজ্ঞানীরা দেখলেন, ভৌগলিক অক্ষাংশ, তাপমাত্রার সঙ্গে এর তেমন সংযোগ নেই। গ্রীষ্ম এলে অসুখটি যাবে এমন ধারণাও ঠিক নয়। আর ঋতু বৈচিত্র্য কোনও প্রভাব ফেলে না এর ওপর।

করোনা প্রতিরোধে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা দিতে হবে, স্কুল বন্ধ রাখতে হবে। আর শারীরিক দূরত্ব বজায় রাখার মতো জনস্বাস্থ্য বিধি এই শত্রুর নিপাত না হলেও এর বিস্তারের ক্ষমতা কমাতে বেশি কার্যকর।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর