শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
টিপস

ডায়াবেটিস এড়াতে ব্লাক টি’র ভূমিকা

স্বাস্থ্য ডেস্ক

কাজের ফাঁকে সবাই এক কাপ চা পান করি চাঙা হওয়ার আশায়। কিন্তু স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা এর পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আশংকিত হন। এবার তারা থাকতে পারেন স্বস্তিতে।  জানা গেছে, যারা নিয়মিত ব্ল্যাক টি পান করেন তাদের ‘টাইপ ২’ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। ৫০ টি দেশ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, যে দেশের মানুষ ব্ল্যাক টি বেশি পান করেন সেই দেশে ‘টাইপ ২’ ধরনের ডায়াবেটিস রোগের হার কম। ব্ল্যাক টি ব্যবহারে সবার উপরে আছে আয়ারল্যান্ড। সেখানে বছরে জনপ্রতি ব্ল্যাক টি ব্যবহারের পরিমাণ প্রায় ২ কেজি।

সর্বশেষ খবর