শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

শজিনা ডাঁটার পুষ্টিগুণ

স্বাস্থ্য ডেস্ক

শজিনা ডাঁটার পুষ্টিগুণ

শজিনা এমন একটি গাছ যার ডাঁটা, পাতা ও ফুল সবই খাওয়ার উপযোগী ও উপকারী। এটি সস্তা এবং বহুল পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। শজিনা শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এতে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান। শরীরের ওজন কমাতেও ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। শজিনার এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যকৃৎ ও কিডনি সুস্থ  রাখতে এবং সৌন্দর্যবর্ধক হিসেবেও কাজ করে থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর