ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) একটি স্বাতন্ত্র্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুশৃঙ্খল পাঠদান ও পরীক্ষা পদ্ধতি, সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিভাগভিত্তিক স্বতন্ত্র ল্যাব সুবিধা, ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা সমৃদ্ধ পৃথক পৃথক আবাসিক হোস্টেল সুবিধা, ব্যতিক্রমধর্মী ছাত্র সংসদ, পর্যাপ্ত স্কলারশিপ সুবিধা যা ইউডাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। ইউডায় ছয়টি অনুষদের অধীনে বর্তমানে ১২টি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। কলা অনুষদের অধীনে ইংরেজি, চারুকলা, সংগীত, বাংলা বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জার্নালিজম), রাজনীতি ও উন্নয়ন বিভাগ (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগ। আইন অনুষদের অধীনে আইন ও মানবাধিকার বিভাগ। জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদের অধীনে ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইসিটি, গণিত বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে রয়েছে-বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড করার জন্য নানাবিধ ক্লাব রয়েছে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।