আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম-কর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে যাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ডাকযোগে শুভ সংবাদ আসবে। প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সব ধরনের অনুচিত কাজবাজ বর্জনীয়। কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দৈন্যতা কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখ-শান্তি ঐক্যতা বজায় থাকবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হতে পারে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। অযাচিত ব্যয় বাড়তে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।