যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে বা যে কোনো তথ্য জানতে আজকাল গুগল যেন সবচেয়ে কাছের বন্ধু। চশমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না? স্ত্রী হয়ত তামাশা করে বলেই বসল- 'গুগলে সার্স দাও।' ইন্টারনেটে সার্চ সেবাকে আরও বেশি উপভোগ্য করে তুলতে গুগল এবার চালু করেছে ভয়েস অ্যাকটিভেটেড সার্চ ফিচার। গুগল ক্রমের নতুন আপডেট ভার্সনে এই সেবাটি যুক্ত করা হয়েছে।
নতুন এ সেবাটি যুক্ত করার ফলে এখন থেকে গুগলে ভয়েস কমান্ডের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা সম্ভব হবে। এজন্য গুগল ক্রোমের বেটা ভার্সনে মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস কমান্ড অপশনটি সক্রিয় করতে হবে। এরপর ‘ওকে, গুগল’ বলে কাঙ্খিত সার্চের বিষয়টি বলা মাত্রই ভয়েস সার্চ সেবা পাওয়া যাবে।
ভয়েস সার্চ অপশনটি ম্যাক, লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।