শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ইনফো বিশ্ব

পৃথিবীর ছবি নিয়ে নাসার নতুন ওয়েবসাইট

আপনি চাইলে এখন থেকে প্রতিদিনই ঘূর্ণায়মান অপূর্ব পৃথিবীর ডজনখানেক নতুন ছবি দেখে নিতে পারবেন।

এজন্য সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট চালু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরার (ইপিআইসি) সাহায্যে ১২ থেকে ৩৬ ঘণ্টা আগে তোলা ডজনখানেক ছবি দিনে একবার করে নতুন এ সাইটটিতে পোস্ট করা হবে। ইপিআইসি-তে তোলা ছবিগুলো পরপর পোস্ট করা হবে। যা থেকে স্পষ্ট বোঝা যাবে পৃথিবী ঘুরছে। এভাবে একটি দিনের পৃথিবীর ছবি দেখা যাবে।

নাসা জানিয়েছে, পৃথিবী থেকে মিলিয়ন মাইল দূরে অবস্থিত ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) থেকে ইপিআইসির সাহায্যে পৃথিবীর ছবি তুলে প্রতিদিন সাইটটিতে পোস্ট করা হচ্ছে।

সর্বশেষ খবর