গরু জবাইকারীদের দেশের শত্রু উল্লেখ করে তাদের ভারতে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।
বৃহস্পতিবার বিকেলে হরিদ্বারে গোপাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
রাওয়াত বলেন ‘যারা গরুকে জবাই করেন-তাঁরা যে ধর্মের মানুষই হোন না কেন-তারা ভারতের প্রধান শত্রু। এই সব মানুষদের এদেশে থাকার কোন অধিকার নেই’।
তিনি বলেন, ‘উত্তরাখন্ডে যারা গরু জবাই করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, গরুকে সংরক্ষণ করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবটাই করবে রাজ্য সরকার’।
মুখ্যমন্ত্রী আরও বলেন ‘গরু জবাই বন্ধ করতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি প্রস্তাব পাশ করেছে’। তাঁর দাবি উত্তরাখন্ডই হল দেশের একমাত্র রাজ্য যেখানে গরুদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদেরকে খাবারও দেওয়া হয়।
সম্প্রতি গরু জবাই ও গোমাংস নিয়ে ভারত জুড়ে যে বিতর্ক দেখা দিয়েছে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক উসকে দিলেন এই কংগ্রেস নেতা। ভারত জুড়ে অসহিষ্ণুতা ইস্যুতে যেখানে মোদিকে তোপ দেগেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেখানে একজন কংগ্রেস মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে দলের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব