পশ্চিম আফ্রিকার দেশ মালিতে হোটেল রেডিসন ব্লুয়ে বন্দুকধারীদের হামলা ও শতাধিক মানুষ জিম্মি করার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি সংগঠন।
মালির উত্তরাঞ্চলের আল-মৌরাবিতউন নামের এ গোষ্ঠী এক টুইটে রেডিসন ব্লু হোটেলে হামলা চালানোর দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
মূলত সাহারা মরুভূমিতে সক্রিয় আল-মৌরাবিতউন জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দুই বছর আগে তিনি এ জঙ্গি দল গঠন করেন।
গত মার্চে বামাকোর একটি রেস্তরাঁয় হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যার দায়ও স্বীকার করেছিল আল-মৌরাবিতউন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ