কর্তব্যরত এক নারী পুলিশের কোলে বসে সাসপেন্ড হতে হলো এক সিনিয়র পুরুষ পুলিশ কনস্টেবলকে। ঘটনাটি ঘটেছে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের রাজোরি জেলার বুধাল থানায়। কোলে বসার সেই ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। ওই ছবিটতে দেখা যায় বুধাল থানার ভিতরে এক নারী এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) তার চেয়ারে বসে ছিলেন। হঠাৎ জারিক হুসেন নামে এক সিনিয়র কনস্টেবল ওই নারী পুলিশ কর্তার কোলে এসে বসে পড়েন। এরপর নারী পুলিশটিকে পুরুষ কনস্টেবেলের দুই হাত ধরতে দেখা যায়। এই ছবি ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িতে পড়তেই ভাইরাল আকার ধারণ করে।
রাজৌরির সিনিয়র পুলিশ সুপার রাজেশ্বর সিং জানিয়েছেন, ‘এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং সাসপেন্ডেড কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়েছে। নারী পুলিশ কর্তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে এবং ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হলে তাকেও শাস্তি পেতে হবে’।
পুলিশ সূত্রে খবর, লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে চলতি বছরের আগস্ট মাসে। সেসময় পুলিশের কয়েকজন কর্মী ওই ছবিটি তোলে। পরে অন্য একজন পুলিশ কর্মী তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। গতকাল শুক্রবার সেই ছবি প্রকাশ্যে আসে।
রাজেশ্বর সিং আরও জানান, ‘যে পুলিশ কর্মী ওই ছবিটি আপলোড করেছেন তাকে চিহ্নিত করা গেছে। তিনি এই মুহূর্তে ডোডা জেলায় কর্মরত আছেন। শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডোডা জেলা পুলিশকে বলা হয়েছে’।
বাজোরি-পুঞ্জ রেঞ্জের ডিআইজি এ কে আতারি বলেন, ‘গত আগস্টে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি খুব নিন্দনীয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আমরা ওই কনস্টেবলকে সাসপেন্ড করেছি। পাশাপাশি ওই নারী পুলিশ কর্মীর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ‘এই ধরনের লজ্জাজনক ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না’।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা