জাপানের দক্ষিণাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরের দিকে কিউশু দ্বীপে আঘাত হানা ৭.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের ভূমিকম্পে দেশটিতে নয়জন নিহত হয়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে অন্তত ৭৬০ জন আহত হয়েছেন। খবর জাপান টুডে'র।
এদিকে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর আগে বৃহস্পতিবার রাতে একই অঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। ২০১১ সালের পর এটিই ছিল দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, সকালের দিকে কিউশু দ্বীপ এলাকায় একটি আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়। তবে তা ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা বলা যাচ্ছে না।
জানানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কি.মি. গভীরে।
ভূমিকম্পের পর শনিবার সকালে জাপানের দক্ষিণাঞ্চলের 'আছো' পর্বতে সামান্য অগ্নুৎপাত ঘটে। এ সময় ধোঁয়ার কুণ্ডলি ১০০ মিটার পর্যন্ত উঠতে দেখা যায়। জাপানের আবহাওয়া দপ্তর এজন্য ২ নম্বর সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পে অনেক স্থানে ভূমিধস হয়েছে। বিধ্বস্থ হয়েছে বাড়ি-ঘর, রাস্তাঘাট। এখনও অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
ভূমিকম্পে কিউশু দ্বীপের পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে সরকারি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ