চীন হাইপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে দেশটি পরমাণু বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাদের দাবি। কয়েকদিন আগে রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগতির গ্লাইডারের পরীক্ষা চালিয়েছে।
সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে 'গ্লাইডার' বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্ব আবহমণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় বলে একে গ্লাইডারও বলা হয়।
গত শুক্রবার ডিএফ-জেডএফ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে চীন। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানান। মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’র ওপর নজর রাখা হয়েছে। আবহমণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।
ডিএফ-জেডএফ সম্পর্কে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য নিয়ে আতংকে ভুগছে যুক্তরাষ্ট্র। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার ক্ষমতা রাখে এটি। ডিএফ-জেডএফ দিয়ে বেইজিং হামলা চালায় কিনা তাই এখন যুক্তরাষ্ট্রের আতংক হয়ে উঠেছে বলে ওয়াশিংটন ফ্রি বেকন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৫ সময়কালে ক্ষেপণাস্ত্রের ছয়দফা সফল পরীক্ষা চালিয়েছে চীন। এ নিয়ে এ ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো। সূত্র : ওয়াশিংটন ফায়ার বিকন
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৬/শরীফ