সম্প্রতি এনবিসি এবং সার্ভেমনকির যৌথ জরিপে বলা হয়েছে, আমেরিকার বেশিরভাগ নারী ব্যক্তিগতভাবে বৈষম্যের শিকার হন। জরিপে বলা হয়, আমেরিকার ৫১ শতাংশ নারীই মার্কিন সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন।
জাতিগত ভিত্তিতে রিপাবলিকান দলের চেয়ে ডেমোক্রেটিক দলের সমর্থকরা ২৩ শতাংশ বেশি বৈষম্যের শিকার হন। অবশ্য রিপাবলিকান দলের সমর্থক ৬২.২৩ শতাংশ নারী বৈষম্যের শিকার হন বলেও প্রতিবেদনে উঠে অাসে।
এই মতামত জরিপে স্বতন্ত্র নারীদের মধ্যে ৪৬ শতাংশ ব্যক্তিগত পর্যায়ে লিঙ্গ বৈষম্যের শিকার হওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে, মার্কিন নারীদের লিঙ্গ বৈষম্যের বিষয়টি চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অগ্রাধিকার পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা