যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জড়িত বলে অভিযোগ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে শহরের পালস নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৫ জন।
এদিকে ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে ওবামা বলেছেন, আমি জোর দিয়েই বলতে পারি এটি একটি বিদ্বেষমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের ঘটনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবামা।
ওই হামলায় নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ওবামা সোমবার সব রাষ্ট্রীয় দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন ওই ভয়াবহ হামলা চালিয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ওই হামলাকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীর সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র স্পেশাল এজেন্ট রন হার্পার বলেন, হামলাকারী জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আরো তদন্ত প্রয়োজন।
এদিকে ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএসের বার্তা সংস্থা আমাকের এক খবরে বলা হয়েছে তাদের এক সাহসী যোদ্ধা সমকামী নাইটক্লাবে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ