যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে হামলায় সহযোগিতার অভিযোগ আনা হতে পারে। বিষয়টি তদন্তের জন্য একটি গ্রান্ড জুরি গঠনের আহ্বান জানিয়েছেন সরকারি আইনজীবীরা।
ফক্স নিউজ ও রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অরল্যান্ডোতের সমকামী লাইট ক্লাবে হামলার কথা আগেই জানতেন মতিনের দ্বিতীয় স্ত্রী নূর সালমান। পুলিশের কাছে তিনি এ কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেছেন, স্বামীকে ফেরাতে তিনি চেষ্টা করেছিলেন।
পুলিশের কাছে এমন জবানবন্দি দেওয়ার পর প্রসিকিউশন তার বিরুদ্ধে তদন্তে গ্রান্ড জুরি গঠনের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার দিবাগত রাত ২টায় অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে এলোপাতাড়ি গুলি চালায় মতিন। এতে প্রথমে ৫০ জনের প্রাণহানির কথা জানানো হলেও পরে ৪৯ জনের মৃত্যুর খবর জানায় মার্কিন প্রশাসন। এ ছাড়া গুলিতে আরও ৫৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব