পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইসিদ। তিনি মাত্র দেড় বছর ক্ষমতায় ছিলেন। এরমধ্যেই দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য ৬৭ বছর বয়স্ক ইসিদকে তীব্র সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।
গতকাল শনিবার পার্লামেন্টে মোট ১১৮ জন সদস্য তাকে পদচ্যুতির পক্ষে ভোট দেয়। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত নয়। আগামীকাল সোমবার এ নিয়ে আলোচনা শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ