'অনার কিলিং' এবং ধর্ষণের বিরুদ্ধে দু'টি কঠোর আইন পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। পাস হওয়া এ আইনে অনার কিলিংয়ের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে মৃত্যুদণ্ড। এই আইনে বলা হয়েছে, শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে স্বজনরা দোষীকে ক্ষমা করতে পারবেন। তবে ক্ষমা পাওয়ার পরও দোষীকে কমপক্ষে সাড়ে ১২ বছর কারাগারে কাটাতে হবে।
আরেকটি হলো, তিন মাসের মধ্যে ধর্ষণের ঘটনার বিচার সম্পন্ন এবং ছয় মাসের মধ্যে দণ্ডিতের আপিলের সুযোগ রেখে নতুন আইন পাস। এ আইনে বলা হয়েছে, ধর্ষিতা এবং ধর্ষক- উভয়েরই ডিএনএ পরীক্ষা করতে হবে। এতে কেউ দোষী প্রমাণিত হলে তাকে কমপক্ষে ২৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
পাকিস্তান পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে বৃহস্পতিবার বিরোধী দল পিপিপির সিনেটর ফরহাত উল্লাহ বাবর উত্থাপিত আইন দু'টি সংসদে পাস হয়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সংসদে পাস হওয়া আইন দু'টির ব্যাপারে এক বিবৃতিতে জানান, সারাদেশেই অনার কিলিং এবং ধর্ষণের বিরুদ্ধে আইন দু'টি প্রয়োগ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার