উত্তর কোরিয়ার ‘ভেঙে পড়া’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জতিসংঘের নিরাপত্তা পরিষদ। এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাবে বলেও নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানােনো হয়।
উত্তর কোরিয়া তার সম্পদ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যয় করছে, অথচ দেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে রয়েছে। আমরা আবারও উত্তর কোরিয়ার এমন কাজের নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সদস্যরা ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক বিবৃতিতে এইসব কথা জানান।
উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘ব্যর্থ’ হয়েছে। পিয়ংইয়ংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। কিন্তু ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও এ ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার বিষয়টি জানান।
বিডি-প্রতিদিন/এ মজুমদার