মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে আজ রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, মাহাথির এখন পর্যবেক্ষণের জন্য মালয়েশিয়ার জাতীয় হার্ট ইনস্টিটিউটে রয়েছেন।
মাহাথিরের সহযোগী সুফি ইউসুফের বরাতে এতে বলা হয়েছে, ‘ড. মাহাথির বর্তমানে ক্লান্তিজনিত সমস্যার জন্য আইজেএন-এ পর্যবেক্ষণে রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে আজ সন্ধ্যার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
১০ জুলাই ডা. মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিন উদযাপন করা হয়। আর গতকাল তার স্ত্রী ডা. সিটি হাসমাহ আলীর ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পিকনিকের নির্ধারিত সময়ের আগেই চলে আসেন মাহাথির। যেখানে পারদানা লিডারশিপ ফাউন্ডেশনের পাশে পুত্রজায়া হ্রদে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। মাহাথির নিজে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যান এবং তারপর নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একটি ট্যান্ডেম সাইকেলে করে হ্রদের চারপাশ ঘুরে দেখেন।
তবে, প্রায় ৮-৯ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর তাকে ক্লান্ত দেখাচ্ছিল এবং পরিবার ও বন্ধুদের সাথে নাস্তা করার জন্য টেবিলে যাওয়ার আগে একটি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি।
তার ছেলে মোখজানি, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি বলেন, আগের দিন আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এবং খুব বেশি ঘুম না হওয়ার কারণে মাহাথির মোহাম্মদ ক্লান্ত হয়ে পড়েছিলেন। আজ সকালে তিনি সরাসরি বেশ দীর্ঘ সাইক্লিং সেশনে অংশ নিয়েছিলেন, তাই তিনি কিছুটা ক্লান্ত বোধ করেছিলেন। কিন্তু কিছু নাস্তা, কয়েকটি ঐতিহ্যবাহী কেক এবং কফি খাওয়ার পর তিনি সতেজ বোধ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ