সম্প্রতি সাইরাস মিস্ত্রীকে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। অপসারণের দু'দিনে মাথায় টাটা বোর্ডকে চিঠি দিলেন সাইরাস মিস্ত্রি। টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রতিবাদ করে তিনি জানান, আত্মপক্ষ সমর্থনে তাকে কোন সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া এই অপসারণের ফলে বোর্ড সম্মানও খুইয়েছে। যেভাবে তাকে অপসারণ করা হল তাতে তিনি আশাহত হয়েছেন।
সাইরাস মিস্ত্রী চিঠিতে জানিয়েছেন, তার অপসারণের পর এখনই তিনি কোন আইনি পদক্ষেপে যাচ্ছেন না।
উল্লেখ্য, টাটা কোম্পানির চেয়ারম্যান সাধারণত টাটা পরিবার ভেতর থেকেই হয়ে থাকেন। বিগত ৭০ বছরের মধ্যে টাটা পরিবারের বাইরে থেকে শুধু সাইরাস মিস্ত্রীকেই চেয়ারম্যান করা হয়েছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার