থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদের মৃত্যুর দুই সপ্তাহ কেটে গেলেও দেশটির সর্বত্র আজও শোকের পরিবেশ বিরাজ করছে। দেশটির দুরদূরান্ত থেকে প্রতিদিন সাধারণ মানুষজন রাজাকে শ্রদ্ধা অর্পণ করতে রাজপ্রাসাদের সামনে ছুটে আসছে। এদিকে রাজার মৃত্যুশোকের প্রভাব পড়েছে দেশটির অন্যতম আয়ের উৎস পর্যটন খাতে। ব্যাংককের এক ব্যবসায়ী জানিয়েছে, তার ব্যবসা আগের তুলনায় অর্ধেকের নীচে নেমে এসেছে। আগের তুলনায় তার দোকানের বিক্রি প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কমেছে। এ অবস্থা আরো কিছু দিন বিরাজ করবে বলে তিনি ধারণা করছেন। যেহেতু রাজার মৃত্যুশোকের কারণে এই সময়টাতে দোকানে কোন গান বাজনা চালানো যাবে না।
তবে দেশটির পর্যটনমন্ত্রী কপকান অটেনাফাঙ্কুন আশা করছেন এক মাসের শোক পালন শেষে পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠবে।পর্যটকদের প্রিয় জায়গাগুলো আবার খুলে দেয়া হবে।
এখন কেউ যদি পার্টি বা আনন্দের খোঁজে থাইল্যান্ডে আসার পরিকল্পনা করেন, তার হয়তো সেই পরিকল্পনায় পরিবর্তন করতে হবে। যেহেতু এখন কোন পার্টি, গান বা কনসার্ট হচ্ছে না। জানা যায়, পর্যটনের উপর নির্ভরশীল থাইল্যান্ডের যে ব্যবসায়ীরা, তাদের সবারই এখন দুঃসময় যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার