গুপ্তচরবৃত্তির দায়ে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়া ওই কর্মকর্তার নাম মাহমুদ আক্তার। খবর জি নিউজের।
মাহমুদ আক্তারের কাছ থেকে ভারতীয় প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত বেশ কিছু গোপন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠানো হয়েছে।
গত তিন বছর ধরে ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে কাজ করছেন মাহমুদ আক্তার। পুলিশের সন্দেহ. একটি সূত্র মাহমুদের কাছে বিভিন্ন বিষয়ে গোপন তথ্য, পরিকল্পনা ও কাগজপত্র ফাঁস করছে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/ফারজানা