জাপানের রাজ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যুবরাজ ও বর্তমান সম্রাট আকিহিতোর চাচা মিকাসা মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৪ মিনিটে টোকিও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে জাপানের রাজ পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের ১৩ মে যুবরাজ মিকাসা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টোকিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিউমোনিয়া থেকে মুক্তি মিললেও বার্ধক্যজতিন অসুস্থতায় তাকে হাসপাতালেই থাকতে হয়। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।
চলতি বছর ডিসেম্বেরে তার বয়স ১০১ বছর হওয়ার কথা ছিল।
৯ নাতি-নাতনি রেখে যাওয়া মিকাসার তিন পুত্র অনেক আগেই মারা গেছেন ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্রাট আকিহিতো ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ