ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের রাজধানী আঙ্কারাকে আরো জোরালো সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি। আজ হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
ওবামা বলেন, ‘এক্ষেত্রে সফল হতে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থানে হামলার হুমকি হ্রাসে সিরিয়ায় আইএসআইএলকে চাপের মুখে রাখতে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে জোরালো সহযোগিতা প্রয়োজন।’
এ ব্যাপারে আরো সংলাপের আহ্বান জানিয়ে ওবামা আইএসআইল দমনে ইরাকে জোট গঠন প্রচেষ্টায় তুরস্কের যথাযথ অংশগ্রহণেরও কথাও বলেন।
বিবৃতিতে আরো বলা হয়, ওবামা ও এরদোগান ইরাকের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার জন্য তাদের জোরালো সমর্থনের বিষয়ে সম্মত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম