''অব কী বার মোদি সরকার''। ২০১৪ লোকসভা ভোটের সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্লোগানটা রেডিও-টিভি-ইন্টারনেটে শোনা গিয়েছিল। এবার সেই স্লোগানটাই নিজের নাম বসিয়ে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মন জিততে টিভিতে প্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর জি নিউজের।
সলিল কুমার নামের এক প্রবাসী ভারতীয় ট্রাম্প সমর্থকের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মার্কিন টেলিভিশনে নাকি দিনে অন্তত ২০ বার দেখানো হয় ছোট বিজ্ঞাপন, যেখানে বলা হয়, অব কী বার ট্রাম্প সরকার ("Ab ki baar Trump sarkar"।
এই বিজ্ঞাপনে নাকি দেখানো হয়, ''ট্রাম্পকে জেতালে ভারতীয় ও হিন্দু সমাজ হোয়াইটহাউসে একজন ভালো বন্ধু পাবে। আমরা উগ্র মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদকে পরাস্ত করব।'' ট্রাম্প নিজে হিন্দিতে নাকি তাকে ভোট দিয়ে জেতানোর কথা বিজ্ঞাপনে বলেছেন। তবে এসবের পরেও প্রবাসী ভারতীয়দের ভোট ট্রাম্পমুখি হবে কি না তা নিয়ে সংশয় থাকছেই।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/মাহবুব