লিবিয়া উপকূলে ১২৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ডুবে গেছে একটি নৌকা। তাদের অধিকাংশই আফ্রিকার নাগরিক। এর মধ্যে থেকে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
বিবিসি বলছে, নৌকাটিতে ১২৬ জন যাত্রী ছিলেন। বুধবার সকালে এই যাত্রীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় গারাবুলি থেকে নৌকায় যাত্রা শুরু করেন।
ওইদিনের পর উপকূলরক্ষীরা একটি উদ্ধারের সহায়তা চাওয়ার সংকেত পান। তারা ২৯ জনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু বাকি অজ্ঞাত সংখ্যক নিখোঁজ রয়েছেন।
উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, প্লাস্টিকের তৈরি নৌকাটি ফেটে গিয়ে পানিতে তলিয়ে যায়।
নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব গাসিম রয়টার্সকে বলেন, ''অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে নৌকাটির একটি অংশ ফেটে গিয়ে পানি উঠতে শুরু করে। ৯৭ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী এখনো নিখোঁজ কিংবা তলিয়ে গেছেন।''
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার জানিয়েছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্ততপক্ষে ৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছে নয়তো নিখোঁজ হয়েছে।
চলতি বছর প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। উন্নত জীবনের আশায় মূলত আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষেরা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ