চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটক পড়েছেন।
সোমবারের ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর জানা যায়। কিন্তু মঙ্গলবার সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত খনিটি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অন্তত দুইশ' উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই মাত্র বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৩