ইরাকের মসুল শহরকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দখল মুক্ত করার লড়াইয়ে সরকারি বাহিনী এই প্রথম শহরটির পূর্ব দিকের শহরতলী এলাকায় প্রবেশ করেছে। আইএসের সঙ্গে সেনাদের তীব্র লড়াই হচ্ছে। আইএসের প্রতিরোধ মোকাবিলা করেই এগুতে হচ্ছে সরকারি বাহিনীকে। খবর বিবিসির।
আইএস রকেটচালিত গ্রেনেড, মর্টার, ছোট আগ্নেয়াস্ত্র এবং আত্মঘাতী গাড়ি-বোমা ব্যবহার করছে। মসুলে তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত আইএস যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের মধ্যে চার-পাঁচটি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অভিযানে সহায়তা দিচ্ছে। এই যুদ্ধে প্রায় ৫০ হাজার ইরাকি নিরাপত্তা বাহিনী অংশ নিচ্ছে।
একটি বিমানঘাঁটি সফর করার সময় ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেন, সরকারি বাহিনী চার দিক থেকে মসুলের দিকে এগুচ্ছে। আইএসের প্রতি তিনি 'আত্মসমর্পণ বা মৃত্যুবরণ করার' আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১২