ভারতীয় কার্টুন সম্প্রচার করছিল পাকিস্তানের চ্যানেল ‘নিকেলেডিওন’। শাস্তি হিসেবে তাদের নিষিদ্ধ করে দিল পাকিস্তানের বৈদ্যুতিক মাধ্যম পরিচালনা সমিতি পার্মা। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছে নিকেলেডিওন।
দু’দেশের মধ্যে ক্রমশ টানাপোড়েনের পরিবেশে গত ১৯ অক্টোবর পাক সরকার সমস্ত পাকিস্তানি চ্যানেলে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অমান্য করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্মা। নজির হিসাবে পাকিস্তানের অন্য চ্যানেলগুলোকেও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
শুধু টেলিভিশন চ্যানেলেই নয়, পাকিস্তানের এফএম চ্যানেলগুলোতেও ভারতীয় সিনেমার গান বাজানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিকেলেডিওনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মূল সংস্থার আরও কয়েকটি চ্যানেল পাকিস্তানে চালানো হয়। বিষয়টি নিয়ে সতর্ক করে ওই মার্কিন সংস্থাকে চিঠি দেবে পার্মা। তাদের বাকি চ্যানেলগুলোতে যেন ভবিষ্যতে আর কোন ভারতীয় অনুষ্ঠানের প্রচার না করা হয়, সেই নির্দেশও দেওয়া হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-০৭