ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ফটোগ্রাফার হিসেবেও দক্ষ তা খুব কম লোকেই জানেন। তার সেই প্রতিভা এবার জনসমক্ষে এসেছে। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সম্প্রতি সে রাজ্য সফর করেন মোদি। সেখানেই তিনি ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলায়।
মোদি তার মডেল হিসেবে বেছে নিয়েছেন আস্ত একটা বাঘকে। না জঙ্গলে ছাড়া বাঘ নয়, চিড়িয়াখানায় বন্দী বাঘ। ছত্রিশগড়ের নন্দন সাফারিতে ঘুরে ঘুরে অনেক সময় ধরেই নানা এঙ্গেল থেকে বাঘের ছবি তুলেছেন মোদি।
মোদিকে ছবি তুলতে দেখে বাঘটি বেশ জোরে শোরে হুঙ্কার ছেড়েছিল। কিন্তু মোদি তাতে ঘাবড়ে যাননি। বরং একদম খাঁচার কাছে গিয়ে একের পর এক ছবি তুলেছেন। ক্যামেরায় ঠিকমতো দেখে নিয়েছেন, ফোকাসটা ঠিক ছিল কী না।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৬